প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই ক্ষোভ দেখা দেয় তৃণমূলে। যার জেরে একাধিকবার বদল করতে হয় প্রার্থী তালিকা। এতেও সম্পূর্ণভাবে সামাল দেওয়া যায়নি ক্ষোভ। পুরুলিয়ায় মোট আট জনকে বহিষ্কার করা হয়েছে। এরা সকলেই নির্দল থেকে প্রার্থী হয়েছেন। তার দাবি কর্মিদের মেনেই লড়াইয়ের ময়দানে তিনি।
প্রার্থী তালিকা প্রকাশিত হবার পর থেকেই পুরুলিয়া তৃণমূলে দেখা দিয়েছিল ক্ষোভ। যার জেরে একাধিকবার বদল করতে হয় প্রার্থী তালিকা। তবে এতেও সম্পূর্ণভাবে সামাল দেওয়া যায়নি ক্ষোভ। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান দলেরই প্রাক্তন কাউন্সিলার ও নেতা নেত্রীরা। দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং ভোটারদের কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ইমেজ তুলে ধরতে ইতিমধ্যে তাদের দল থেকে ৬ বছরের জন্য বহিস্কার করে তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। তবে এতে লাভের লাভ কতটা হবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তৃণমূলের ঘোষিত প্রার্থীর জন্য ক্রমেই পুরুলিয়ায় লড়াই জোরদার করছে তৃণমূল। এজন্য সবার আগে কঠোর বার্তা দেওয়া হয়েছে দলের বিদ্রোহীদের। যারা দলের বার্তা মেনে প্রার্থীর সমর্থনে এসে গেছেন তাদের রেয়াত করা হলেও বহিষ্কার করা হয়েছে দলের প্রাক্তন কাউন্সিলার ও নেতা নেত্রী সহ আট জনকে। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান।পুরুলিয়া শহর থেকে পাঁচ জন এবং ঝালদা শহর থেকে তিনজন মোট আট জনকে বহিষ্কার করা হয়েছে।এরা সকলেই নির্দল থেকে প্রার্থী হয়েছেন। এরা ভোটে জিতে এলেও দলের সাথে কোনো সম্পর্ক থাকবেনা। তবে দলের হুমকি ও বহিষ্কারের পরেও মাঠ ছাড়তে নারাজ বেশির ভাগ বিদ্রোহীই। তারা নির্দল হয়ে সমানে প্রচার চালিয়ে যাচ্ছেন। পুরুলিয়া পৌরসভার বিদায়ী কাউন্সিলার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল দেবাশিস চট্টোপাধ্যায়কে দল থেকে বহিস্কার করা হলেও তার দাবী দলের কর্মীরা তার পাশে রয়েছে। দলের নিচুতলার কর্মীদের দাবী মেনেই লড়ছেন। তবে তৃণমূলের মধ্যে রাজনৈতিক এই তরজা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। হারার ভয় থেকেই তৃণমূল এখন বহিষ্কার এবং কর্মীদের ভয় দেখাতে শুরু করেছে বলে দাবী বিজেপির পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডল সভাপতি তথা ১২ নাম্বার ওয়ার্ডের বিজেপি প্রার্থী সত্যজিৎ অধিকারী। ১৯-এর লোকসভা এবং ২১এরবিধানসভা নির্বাচনের নিরিখে পুরুলিয়া জেলার তিনটি পৌরসভা নিয়ে চাপে রয়েছে শাসক দল তৃণমূল।এরপর দোসর হয়েছে দলের মধ্যে বিদ্রোহ। তাই আপাতত কঠোর বার্তা দিয়েই পরিস্থিতি আয়ত্বে আনতে চাইছে দল।এবার পৌর নির্বাচনে ঘাসফুলই চারদিকে ফুটবে বলে দাবী প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোর।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST