বিজেপির মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটা। বুধবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটায়। দিনহাটার মহকুমা শাসকের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় । মহকুমা শাসকের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছয়।
বিজেপির মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটা। বুধবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটায়। দিনহাটার মহকুমা শাসকের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় । মহকুমা শাসকের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছয়। বিজেপির মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটা। বুধবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটা মহকুমা শাসকের অফিস চত্বরে। এবার মহকুমা শাসকের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে তাজা বোমা ফাটার অভিযোগ উঠল। একে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।মহকুমা শাসকের অফিসের উলটো দিকে থাকা সংহতি ময়দানে তাজা বোমাগুলি রাখা ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এদিন দু’জন ছেলে এসে সেখানে বোমা রেখে চলে যায়। তারমধ্যেই একটি বোমা ফেটে যায়। কারা বোমাগুলি সেখানে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।