ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে ঠান্ডা পড়ল রাজ্যে। বিভিন্ন জেলায় তাপমাত্র স্বাভাবিকের থেকে কমল বেশ কয়েক ডিগ্রি। বুধবার রাত থেকেই বাংলায় তাপমাত্রার পারদ কমতে থাকে। এদিন আবহাওয়াবিদ গোকুলচন্দ্র দেবনাথ জানান, সোমবার পর্যন্ত থাকবে এই ঠান্ডা। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে গড়ে ২ থেকে চার ডিগ্রি কম। উত্তরবঙ্গ ও ডুয়াসে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি থাকবে। কুয়াশা থাকবে আলিপুর দুয়ার, কুচবিহার, জলপাইগুঁড়ির বিভিন্ন এলাকায়। কলকাতাতেও থাকবে শীতের দাপট। তাপমাত্রা থাকবে ১১ থেকে ১২ ডিগ্রি। তবে উত্তরের হাওয়া কমবে বেশ খানিকটা।