১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশের লাঠি চার্জ। সেখানেই গুরুতর জখম হন মইদুল ইসলাম। পরে হাসপাতালে মৃত্যু হয় মইদুলের। তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মইদুলের পরিবারকে চাকরি দেওয়ার কথা। অবশেষে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মইদুলের স্ত্রী -র হাতে এবার এল চাকরির নিয়োগপত্র। বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি শ্যামল সাঁতরা নিয়োগপত্র তুলে দেন মইদুল ইসলাম মিদ্যার স্ত্রী আলিয়া বিবির হাতে। চাকরি পেয়ে খুশি মইদুলের পরিবারের সদস্যরা।