ভাসুরের ছেলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ গৃহবধূর। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের ঘটনা। ওই গৃহবধূর অভিযোগ, স্বামী ও ভাসুরের মদতে ভাসুরের ছেলে সুলতান শেখ তাঁকে কুপ্রস্তাব দেয় বছর পাঁচেক আগে। তার প্রতিবাদ করলেও কোনও সুরাহা হয়নি। গত ১৯ অক্টোবর একা পেয়ে তাঁকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে সুলতান।
ভাসুরের ছেলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ গৃহবধূর। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের ঘটনা। ওই গৃহবধূর অভিযোগ, স্বামী ও ভাসুরের মদতে ভাসুরের ছেলে সুলতান শেখ তাঁকে কুপ্রস্তাব দেয় বছর পাঁচেক আগে। তার প্রতিবাদ করলেও কোনও সুরাহা হয়নি। গত ১৯ অক্টোবর একা পেয়ে তাঁকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে সুলতান। তার হাত থেকে রক্ষা পেতে ব্লেড দিয়ে সুলতানের শরীরে আঘাত করে। কোনওক্রমে রক্ষা পান বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় যখম সুলতানের চিকিৎসা চলছে হাসপাতালে। সুলতান গোটা ঘটনা অস্বীকার করে জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা চেষ্টা করেছেন কাকীমা। পাশাপাশি গোটা বিষয়টা কালনা থানায় অভিযোগ জানিয়েছেন ঐ গৃহবধূ।