চার বছর আগে হারিয়ে গিয়েছিলেন বিহারের বাসিন্দা সত্যদেব শর্মা। তন্ন তন্ন করেও তাঁকে কোনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সত্য়দেবের মৃত্য়ু হয়েছে ধরে নিয়ে তাঁর শ্রাদ্ধও সেরে ফেলেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু ছটপুজোর আগেই অপ্রত্যাশিত সুখবরটা পৌঁছে গেল বিহারের গোপালগঞ্জ জেলার ভিসনুপুরা গ্রামের বাড়িতে। চার বছর আগে হারিয়ে যাওয়া সত্যদেবের খোঁজ মিলল কয়েকশো কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। স্থানীয় এক যুবক এবং কাঁথি থানার সৌজন্যে শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় সত্যদেব শর্মা নামে ওই বৃদ্ধকে কাঁথি থানা থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর পরিজনরা।
প্রদীপকুমার মাইতি নামে কাঁথির রামপুরের বাসিন্দা এক যুবক জানান, সম্প্রতি স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা মারার সময় সত্যদেব শর্মাকে রাস্তায় ঘুরতে দেখেন তিনি এবং তাঁর বন্ধুরা। এর পরেই ক্ষুধার্ত ওই বৃদ্ধকে খাবার দেন তাঁরা। ওই বৃদ্ধের সঙ্গে কথা বলে বিহারে তাঁর বাড়ির ঠিকানা জানতে পারেন প্রদীপ। তিনিই প্রথমে বিহারের গোপালগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় যাদবপুর থানার নম্বর জোগাড় করেন। এর পর ওই বৃদ্ধকে নিয়ে প্রদীপ যোগাযোগ করেন কাঁথি থানায়। উদ্যোগী হয় কাঁথি থানার পুলিশও। তারাই যাদবপুর থানার মাধ্যমে ওই বৃদ্ধের পরিবারকে খবর পাঠায়। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় কাঁথিতে এসে বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা। এ ভাবে যে মৃত বলে ধরে নেওয়া পরিবারের সদস্যের খোঁজ মিলবে, তা ভাবতে পারেননি সত্যদেবের আত্মীয়রা। তাঁদের দাবি, শুধু সত্যদেবের পরিবার নয়, এই খবর খুশি গোটা গ্রাম। প্রদীপ কুমার মাইতি নামে ওই যুবক এবং কাঁথি থানার পুলিশকেও ধন্যবাদ জানিয়েছে সত্যদেবের পরিবার। পরিবারকে ফিরে খুশি সত্যদেবও। তাঁর দাবি, ট্রেন থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আংশিক স্মৃতিভ্রষ্ট হওয়ায় পরিবারের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেননি। কোনওক্রমে ভিক্ষা করেই দিন কাটত তাঁর। এ ভাবেই ঘুরতে ঘুরতে চলে আসেন কাঁথিতে।