প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা। এবার মালদহের রতুয়ায় ধর্নায় প্রেমিকা। তরুণীর বাড়ি মালদারই মানিকচক-এ৷ সোমবার বিকেল থেকেই তিনি প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন৷ বিয়েবাড়িতে তাঁর সঙ্গে রতুয়ার এক যুবকের পরিচয় হয়৷ সেই পরিচয় থেকে প্রেম৷ তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেন প্রেমিক। সোমবার বিয়ে করার কথা বলে ওই তরুণীকে বাড়িতে ডাকেন যুবক। সেই মতো সোমবার বিকেলে প্রেমিকের বাড়িতে পৌঁছলে প্রেমিকের দেখা পাননি তরুণী।
প্রেমিকের দেখা না পেয়ে তিনি এই গ্রামেই মাসির বাড়িতে রাত কাটান৷ মঙ্গলবার সকালে ফের প্রেমিকের বাড়িতে যান৷ কিন্তু তার মা, বোনরা তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷ তাই তিনি প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্ণায় বসেন৷ তাঁর কাছে নিজেদের সম্পর্কের একাধিক প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তরুণী।