মাঘ পড়তেই শুরু বামুনবুড়ির পূজো, সন্তুষ্ট করতে পঞ্চাশ হাজার মালসা ভোগ

  •  প্রতিবছর মাঘমাসের শুরুতে ওই দেবীর পুজো করা হয় 
  •  চিড়ে ভর্তি মালসা সাজিয়ে দেওয়া হয় বেল গাছের নীচে  
  • এবার মালসা সাজানো হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি  
  • পুজো উপলক্ষ্যে তিনদিন ধরে রীতিমতো মেলার আয়োজন 

জঙ্গলমহলের দেবী বামুনবুড়ি, রাজ্যের বাইরেও কিছু মানুষের কাছে খুবই পরিচিত নাম ৷ তাই প্রতিবছর জানুয়ারি মাসে এই বামুনবুড়ির পুজোত সামিল হতে দৌড়ে আসেন ৷ বিভিন্ন নিজস্ব পদ্ধতিতে শ্রদ্ধা নিবেদন করে মালসা ভোগ সাজিয়ে যান মন্দির প্রাঙ্গনে ৷ এবছরও তাই হল ৷ শনিবার থেকে আয়োজিত বার্ষিক পুজো উত্সব এবারও শামিল হলে লক্ষাধিক মানুষ ৷ এবার মালসা ভোগ চড়ল পঞ্চাশ হাজারের বেশি ৷ 

আরও পড়ুন, ট্রেনের টিকিটে ফিরল বাংলা ভাষা, বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল

Latest Videos

পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত জঙ্গলের গভীরে রয়েছে পাঁড়ুরআইমা নামক স্থানে পুরনো বেল গাছের তলাতে বামুনবুড়ির মন্দির ৷ গত বছর পর্যন্ত এই পুরনো বেলগাছের তলাতেই  নিরাকার বামুনবুড়ির পুজো করা হত  ৷ এবছর সেখানে একটি পাকার মন্দির নির্মান করা হয়েছে ৷ সেখানেই  দেবীর পুজো করা হলেও মালসাভোগ সাজানো হল মন্দির চত্বরে বাইরে ৷ 

পুরনো কথা অনুসারে গ্রামবাসীরা জানিয়েছেন, এই গভীর জঙ্গলমহলে একসময় এক গৃহস্থের গরুর হারিয়ে গিয়েছিল ৷ সেই গরুর খোঁজে বেরিয়ে ওই বেল গাছের তলাতে এক সাদা কাপড় পরিহিতা বুড়ির দর্শন পেয়েছিল গৃহস্থ ৷ বুড়িকে স্থানীয় কোনো বাসিন্দা মনে করেই ওই ব্যাক্তি গরুটি দেখেছিলেন কিনা জানতে চেয়েছিলেন ৷ বুড়ি বলে দিয়েছিলেন কোন পথে গেলে সেই গরু পাওয়া যাবে ৷ সেই মতো ওই পথে গিয়েই নিজের মুল্যবান গরুটিকে তিনি পেয়েছিলেন ৷ পরে তিনি ফিরে এসে আর সেই বুড়িকে আর দেখতে পাননি ৷ এরপর অনেকেই নাকি নিজেদের সমস্যা সমাধানের সময় ওই বুড়িকে দেখেছিলেন ৷ তাঁর দর্শন পেতেই নাকি সমাধান সুত্র বের হয়ে যেতো ৷ তখন থেকেই জঙ্গলমহলের মানুষের মধ্যে ধারণা জন্মায় যে, তিনি একজন 'বামুনবুড়ি দেবী'৷ জঙ্গলমহলের মানুষের কাছে রক্ষাকর্তা হিসেবে পরিচিত হয় ৷ 

আরও পড়ুন, সরকারি আধিকারিককে মার তৃণমূল নেতার, নালিশ পৌঁছল নবান্নে

তারপর থেকেই প্রতিবছর মাঘমাসের শুরুতে ওই দেবীর পুজো করা হয় ৷ বর্তমানে সেই দেবীর পুজোর ব্যাপ্তি রাজ্যের বাইরেও ৷ লক্ষাধিক মানুষ সেই পুজোতে সামিল হতে দৌড়ে আসেন ৷ বিভিন্ন ভাবে নিজেদের সমস্যার সমাধান করতে মানত করে থাকেন ৷ আর তা পুরন হলে টাকা পয়সা নয়, নিরামিষ চিড়ে ভর্তি মালসা সাজিয়ে দেন বেল গাছের তলাতে ৷  পুজো উপলক্ষ্যে রীতিমতো মেলার আয়োজন তিনদিন ধরে ৷ শনিবার থেকে মালসা সাজানো হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি ৷ বহু মানুষ তাঁদের মানত শোদ ও নতুন করে মানত করতে উপস্থিত হয়েছেন জঙ্গলমহলের সেই দেবীর মন্দিরে ৷
 

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News