Maynaguri Train Accident: শুরু হয়েছে প্রাথমিক তদন্তের কাজ, আনুমানিক লাইনের ফাটল থেকেই দুর্ঘটনা

 যান্ত্রিক ক্রটি নাকি রেল লাইনে ফাটল, নাকি নাশকতার কারণেই ঘটল এতবড় দুর্ঘটনা সেই বিষয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে দুর্ঘটনার আসল কারণ জানতে উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। 

Sudip Paul | / Updated: Jan 14 2022, 06:30 AM IST

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Maynaguri Train Accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। হাসপাতালে ভর্তি ৪০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটনা, (Cause Of Accident) সেই বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। যান্ত্রিক ক্রুটি নাকি রেল লাইনে ফাটল, নাকি নাশকতার কারণেই ঘটল এতবড় দুর্ঘটনা সেই বিষয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে দুর্ঘটনার আসল কারণ জানতে উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিক তদন্তের কাজ। বর্তমানে রেল লাইনের ফাটলকেই এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে, যদিও এই নিয়ে চুরান্ত কোনও রিপোর্ট এখনও প্রকাশ্যে নয়। 

তদন্ত কমিটি (Special Invetigation Team) এদিন খতিয়ে দেখছে ঠিক কতটা দূরে ছিটকে পড়েছিল বগিগুলো, লাইনের বর্তমান কি পরিস্থিতি সবটই দেখা হচ্ছে। তবে সিগনালে ছিল না কোনও সমস্যা বা ট্রেনের গতীও অস্বাভাবক ছিল না। ফলে লাইনের ফাটলকেই আপাতত কারণ হিসেবে ধরা হচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান যে,‘রেলের আধিকারিকরা ঘটনাস্থলে য়াচ্ছেন। এখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্ধারকাজ।’

আরও পড়ুন- আরও উঠল করোনা গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ পার করল ২৩ হাজারের গণ্ডি, আতঙ্কে কলকাতা

আরও পড়ুন- Maynaguri Train Accident- Live Updates- দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, রাতেই রেলমন্ত্রী যাবেন

এদিকে যে সময় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে সেই সময় ট্রেনটি প্রায় ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ছিল বলে জানা যায়। এদিকে দুটি স্টেশনের মধ্যে ঘটে দুর্ঘটনা। তাই ওই জায়গায় সিগন্যালের সমস্যা থাকার কথা নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেই জায়গায় ক্রমশই জোরালো হচ্ছে চালকের গাফিলতি বা রেল ট্র্যাকের সমস্যার তত্ত্ব। অনেকেই আবার বলছে পুরনো কোচ হওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে মত অনেকের।

 উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীকে (Union Railway Minister)। দুর্ঘটনার খবর জানিয়ে টুইটও করেছেন তিনি। এদিকে ইতিমধ্যেই নিহতদের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে আহতদের জন্য ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। সূত্রে খবর ৭০০-র বেশি যাত্রী নিয়ে পাটনা থেকে গুহায়াটির উদ্দেশ্য যাচ্ছিল ১৫৩৬৬ আপ পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। দুদিনের যাত্রা পথে আচমকাই ময়নাগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে এই দূরপাল্লার ট্রেনটি।

Share this article
click me!