৩০০ বছরেরও বেশি প্রাচীন কামারপুকুরের বৈদ্যবাড়ির কালীপুজো, শুরু করেন পরমহংস দেবের চিকিৎসক

  • চামুণ্ডা রূপে পুজিত   কামারপুকুরের বৈদ্যবাড়ির মা কালী
  • প্রায় ৩০০ বছরের প্রাচীন পুজো
  • পুজো শুরু করেন রামকৃষ্ণদেবের চিকিৎসব
  • পুজোর রয়েছে বিশেষ কিছু নিয়ম

হুগলির কামারপুকুরের শ্রীপুরের বৈদ্যবাড়ির কালীপুজো এলাকায় বেশ জনপ্রিয়। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো। চামুণ্ডা রুপেই এখানে পূজিত হন মা। দেবী অত্যন্ত জাগ্রত হিসাবেই মনে করেন স্থানীয়রা।

 

Latest Videos

 

ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের চিকিৎসক  ছিলেন রামতারক গুপ্ত। তাঁর আমল থেকেই শুরু হয়েছিল এই পুজো। এখানে মায়ের পা ও কোমর শিকল দিয়ে বাঁধা রয়েছে। নিয়ম অনুযায়ী পুজোর দিন কোনও মহিলা লাল পাড় শাড়ি, পায়ে আলতা ও নুপুর পরে মায়ের পুজো দিতে পারবেন না, এতে দেবী কুপিত হন। মা রুষ্ট হলে পরিবারে ঘনিয়ে আসে মহা বিপর্যয়। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে কালীপুজো করে থাকেন পরিবারের সদস্যরা। 

 

 

বাড়ির ১০০ মিটারের মধ্যেই এই মন্দির। মায়ের মূর্তির ঠোঁটের কোণে রক্ত ও লাল পাড় আঁকা থাকে। দেবী নির্জনতা পছন্দ করেন। তাই মন্দিরের জ্বালানো হয় কেবল মোমবাতি। বাজানো হয় না কোনও লাউড স্পিকার। 

 

 

রাত বারোটায় শুরু হয় পুজো, শেষ হয় ভোররাতে। এরপর হয় বলি।  ছাগল , আখ , ছাচি কুমড়ো বলি হয় । অনেকেই  মানত করতে আসেন এখানে। স্বপ্নে দেখা এক স্থানীয়  পুকুরে মার প্রতিমা নিরঞ্জন করে আবার কাঠামো নিয়ে আসা হয় মন্দিরে । 
 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today