"তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে", প্রতীকী শিরদাড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন পুরসভার একদল ইঞ্জিনিয়ার

Published : Sep 12, 2024, 02:50 PM ISTUpdated : Sep 12, 2024, 02:51 PM IST
Kolkata Municipal engineers protest

সংক্ষিপ্ত

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রতিবাদ করেছেন কলকাতা পুরসভায় কর্মরত একদল ইঞ্জিনিয়ার। তাঁদের দাবি, কলকাতার মেয়র ও পুরসভার কাউন্সিলে বিভক্তি হয়েছে। 

জুনিয়র ডাক্তার লালবাজার অভিযানে গিয়ে শিরদাড়া-র একটি কাঠামো সিপি বিনীত গোয়ালের হাতে তুলে দেন। এবারও একই পদ্ধতি অবলম্বন করেছেন কলকাতা পুরসভায় কর্মরত ইঞ্জিনিয়াররা। এই প্রতিবাদের সঙ্গে আরজি কর ঘটনা সম্পর্কে নেই। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রতিবাদ করেছেন কলকাতা পুরসভায় কর্মরত একদল ইঞ্জিনিয়ার। তাঁদের দাবি, কলকাতার মেয়র ও পুরসভার কাউন্সিলে বিভক্তি হয়েছে।

তাই প্রতিবাদী ইঞ্জিনিয়ারের দল মেয়রকে প্রতীকী চিহ্ন দেখান-

কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম গত শনিবার টক টু মেয়র-এ ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দেন। কলকাতা পৌর প্রকৌশলীদের একটি দল তার বিরোধিতা করছে। তাঁরা দাবি করেন, মেয়রের শিরদাড়া বেঁকে গিয়েছে, তাই এই প্রতীকী শিরদাড়া নিয়ে বিক্ষোভে অংশ নেন একদল ইঞ্জিনিয়ার। এদিন প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কলকাতা পুরসভার বহু ইঞ্জিনিয়ার। সুজয় ভদ্রের বাড়ির সামনে বিক্ষোভ করছেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, গার্ডেনরিচের ঘটনার পর থেকে মেয়র দিনের পর দিন যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে তারা ভীত। এই অবস্থায় তারা দায়িত্ব পালন করতে পারছেন না।

বিক্ষোভে যুক্ত একজন ইঞ্জিনিয়ার বলেন, প্রশাসন মাথা উঁচু করে কাজ করুক। আমরা চাই সকলের একই মনোভাব থাকুক যেভাবে আরজি কারের শিক্ষার্থীরা মাথা উঁচু করে থাকার কথা বলেছিল। কলকাতা কর্পোরেশনের কর্মকর্তারা যেভাবে মেরুদণ্ডহীনভাবে কাজ করছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি।'' আমাদের বাধা দেওয়া হচ্ছে। সবকিছুর জন্য ইঞ্জিনিয়ারদের দায়ী করা হচ্ছে। এটি পরিচালনা করছে প্রশাসন। আমাদের যা বলা হয়েছে আমরা তাই করছি। কিন্তু আমরা বলির পাঁঠা হচ্ছি।"

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে