মঙ্গলবার ভর সন্ধ্যাবেলা গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গেল ইডি । ৪৫ আসনের বিমানটি কলকাতা বিমান বন্দর থেকে ছাড়ে সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে ।
মঙ্গলবার ভর সন্ধ্যাবেলা গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গেল ইডি | ৪৫ আসনের বিমানটি কলকাতা বিমান বন্দর থেকে ছাড়ে সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে | তার কিছুক্ষণের মধ্যেই অনুব্রতর মণ্ডলের বিমান কলকাতার আকাশসীমা ছেড়ে চলে যায় দিল্লিতে | তাঁকে পেশ করা হবে দিল্লির আদালতে | রাখা হতে পারে তিহার জেলে |