বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন, সাংসদের মাত্র তিনটি বিমা ছাড়া কিছুই নেই, কীভাবে?' তাঁর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্য়াঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নেই কেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার তোপের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি। ইডির আধিকাারিকদের তীব্র ভর্ৎসনার র লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে বিশদ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যঃ
বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন, 'সাংসদের মাত্র তিনটি বিমা ছাড়া কিছুই নেই, কীভাবে?' তাঁর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্য়াঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নেই কেন। ইডির আধিকারিকদের তীব্র ভর্ৎসনার পর তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে গত ৮ মাস ধরে ইডি যে তদন্ত করছে তার নিট ফল শূন্য। বিচারপতি বলেন, ইডির দাখিল করা সম্পত্তির বিবরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথার কোনও উল্লেখ নেই। বিচারপতির প্রশ্ন, 'এটা কি করে হতে পারে , একজন সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই?' 'অভিষের বাড়ির ঠিকানা জানে না ইডি? ১৮৮ এ হরিশ মুখার্জি রোডে কার নামে বাড়ি রয়েছে?'
জমি নিয়ে প্রশ্ন বিচারপতির-
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির বিবরণে ইডি তাঁর মালিকানাধীন জমির কথা বলেছে। সেই জমি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন তুলেছেন, জমির বিশদ বিবরণ দেয়নি কেন ইডি, কোথায় রয়েছে সেই জমি, জমির দাম কত। বিচারপতি তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বসেছেন, ইডি নথি পেশ করেছে, কিন্তু তা সত্যি না মিথ্য়া তা যাচাই করে দেখেনি। ইডির দেওয়া তথ্য অনুযায়ী লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার একটি কারখানা ছিল। তা নিয়ে তদন্তকারীরা কোনও বিশদ তথ্য দেয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।
সিট-এর প্রধানের বিরুদ্ধে অসন্তোষ
কলকাতা হাইকোর্টের বিচারপতি এদিন ইডি-র সিটের প্রধান নীলেশকুমার মিশ্রের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আপনি এই তদন্ত থেকে অব্যাহতি চান? এটা কি পোস্ট অফিস, কেউ কিছু দিল তা এসে দিয়ে দিলেন, কার কত সম্পত্তি তা নিয়ে কোনও খোঁজ খবর করলেন না?'
বিচারপতি অমৃতা সিনহার অভিযোগ সংস্থা কবে কেন তৈরি হয়েছিল তা জানায়নি ইডি। সংস্থা বড় লেনদেন করেছিল - এটা জানালেনও লেনদেনের বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেয়নি তদন্তকাকী সংস্থা। ইডির তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আরও সময় চাওয়া হয়েছে।