Abhishek Banerjee: 'জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য', সিবিআই দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য বলে জানিয়েছেন তিনি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ৯ ঘণ্টা ১৫ ধরে জেরা করে সিবিআই। সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক। তারপর থেকে তাঁকে তিন দফায় জেরা করা হয়। সিবিআই সূত্রের খবর ১১টা ১৫ মিনিট থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁকে তিন দফায় জেরা করা হয়। নিজাম প্যালেস থেকে ৮টা ৪০ মিনিটে বেরিয়ে এসে অভিষেক বলেন প্রায় ১০ ঘণ্টা সিবিআইএর মুখোমুখি হয়েছেন তিনি।  
অভিষেক বলেন, দীর্ঘ জেরায় নির্যাস হল শূন্য। তিনি আগের মতই বলেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা জনসমক্ষে আনা হোক। অভিষেক বলেন, এদের লক্ষ্য হল ইডি সিবিআই দিয়ে অভিষেককে কী করে দমিয়ে রাখা যায়? তিনি আরও বলেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি স্তব্ধ করে দেওয়া। তিনি আরও বলেন ভারতীয় নাগরিক হিসেবে তিনি প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন না। তবে এদিনও অভিষেক ২৪ ঘণ্টা সময় না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন। 

05:21'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji05:21Suvendu Adhikari : 'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর খোঁচা দিলেন শুভেন্দু10:14তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee05:33সজল ঘোষের বিস্ফোরণ! 'হাসিনার মতো মমতাকেও রাজ্য থেকে তাড়াতে হবে!' | Sajal Ghosh | BJP | TMC08:23'মমতা একজন যোগ্য শাসক এতবড় ঘটনা চাপা দিয়ে নিজের দলের লোকদের বাঁচিয়ে নিলেন', মন্তব্য দিলীপের05:32'তদন্তটাই ঠিকঠাক হল না', আর জি কর কাণ্ডের রায়দানে আক্ষেপ অধীর রঞ্জন চৌধুরী08:30'আপনি কিছুই জানেন না, কেন মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি?' চরম প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul06:42RG Kar Case Verdict Today : দোষী সঞ্জয় রায়কে ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক04:51বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? দেখুন08:54বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
Read more