‘স্বামী বিবেকানন্দর থেকে তো ওরা বড় হিন্দু নয়। আমি কোন ধর্মকেই ছোট অথবা বড় ভাবে দেখি না। প্রত্যেক ধর্মকেই সম্মান জানানো উচিত। আমাকে নিয়ে অনেকেই গালাগালি-কুৎসা করে। বিজেপির লোকেরা তো আমার নামই পাল্টে দিয়েছিল।’
'স্বামী বিবেকানন্দর থেকে তো ওরা বড় হিন্দু নয়। আমি কোন ধর্মকেই ছোট অথবা বড় ভাবে দেখি না। প্রত্যেক ধর্মকেই সম্মান জানানো উচিত। আমাকে নিয়ে অনেকেই গালাগালি-কুৎসা করে। বিজেপির লোকেরা তো আমার নামই পাল্টে দিয়েছিল। আমি যখন আদিবাসীদের সাথে নৃত্য করি তখন তো কেউ একথা বলেন না। আপনাদের যত রাগ এই সংখ্যালঘুদের উপরে। সংখ্যালঘুদের দেখলেই ওদের পিঁপড়ে কামড়ায়। এমনি পিঁপড়ে নয় ওদের ডোরা পিঁপড়ে কামড়ায়। এখন তো সংখ্যালঘুদের ভাগাভাগি করতে টাকাও দেওয়া হচ্ছে। ওদের একটুও লজ্জা নেই একসাথে ওরা বোর্ড গঠন করে।' বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়