পয়লা বৈশাখ 'বাংলা দিবস', ১৬৭-৬২ টি ভোটে বিধানসভায় পাশ প্রস্তাব বিল। বিধানসভায় বিজেপিকে ইতিহাসের পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এতক্ষণ আপনারা ইতিহাস দেখাচ্ছিলেন।’
পয়লা বৈশাখ 'বাংলা দিবস', ১৬৭-৬২ টি ভোটে বিধানসভায় পাশ প্রস্তাব বিল। বিধানসভায় বিজেপিকে ইতিহাসের পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'এতক্ষণ আপনারা ইতিহাস দেখাচ্ছিলেন। স্বাধীনতা আন্দোলনে যাদের কোন ভূমিকাই ছিল না, তারা আজ স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন। মহাত্মা গান্ধীর যারা প্রাণ কেড়ে নিয়েছিলেন, যারা নেতাজীকে বলেছিলেন দালাল, তারা আজ স্বাধীনতার ইতিহাস দেখাতে এসেছেন।' বিধানসভায় বিজেপিকে ঝাঁঝাল আক্রমণে মমতা।