বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। বাম-তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ সুকান্ত'র। ‘বিজেপির অভিযান রুখতে পুলিশ ব্যস্ত ছিল। এসএফআইয়ের আন্দোলন বিধানসভার গেট অবধি পৌঁছে দেওয়া হল।’
বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। বাম-তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ সুকান্ত'র। 'বিজেপির অভিযান রুখতে পুলিশ ব্যস্ত ছিল। এসএফআইয়ের আন্দোলন বিধানসভার গেট অবধি পৌঁছে দেওয়া হল। আমরা ভেবেছিলাম বিমানবাবুর চেয়ার অবধি পৌঁছে দেবে। কারণ ওখানে একটা বোঝাপড়া চলছে। এতেই বোঝা যাচ্ছে কে কার দিকে আছে । জোট, ঘোট, আগামীদিনে কী হবে। কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ । এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে।'