আর জি কর কাণ্ডের আবহে আজ শুক্রবার ইডি’র আধিকারিকরা শহরের একাধিক জায়গায় অভিযান চালায়। হুগলি, বৈদ্যবাটি শংকরপল্লীর ২২ নম্বর ওয়ার্ডে বেসরকারি চাকরিতে কর্মরত কুনাল রায়ের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
আর জি কর কাণ্ডের আবহে আজ শুক্রবার ইডি’র আধিকারিকরা শহরের একাধিক জায়গায় অভিযান চালায়। হুগলি, বৈদ্যবাটি শংকরপল্লীর ২২ নম্বর ওয়ার্ডে বেসরকারি চাকরিতে কর্মরত কুনাল রায়ের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেই সঙ্গে হাওড়ার সাঁকরাইল বাসুদেবপুর হাটগাছায় ব্যবসায়ী বিপ্লব সিংয়ের বাড়িতেও হানা দেয় ইডি। সূত্রের খবর, ব্যবসায়ী বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিংহের ব্যবসায়ী প্রতিষ্ঠান আর জি কর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতো। পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কলের বাড়িতেও হানা দেয় ইডি।