শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে যাবেন আশা প্রকাশ করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করানো হয় কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা বিজেপির। দ্রুত সুস্থ হয়ে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য, আশা প্রকাশ করেছে বিজেপি। সাংবাদিকদের জানালেন সুকান্ত মজুমদার । তিনি বলেন বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তিনি এখনও সংকটমুক্ত নন বলেও জানিয়েছেন সুকান্ত ।