পূর্ত দফতরের অধীনে থাকা সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নভেম্বরে, গুজরাটে সেতু দুর্ঘটনার প্রভাব এই রাজ্যেও

গুজরাটে সেতু দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে এই রাজ্যের প্রশাসন। পূর্ত দফতরের অধীনে থাকার সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ। পাশাপাশি দ্রুত পেশ করতে হবে রিপোর্টও।

 

গুজরাটের ঘটনা যাতে এই রাজ্যে না ঘটে বা ২০১৬ সালে বিবেকানন্দ সেতুর পুনরাবৃত্তির ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রথম থেকেই সচেতন রাজ্য প্রশাসন। পূর্ত দফতরের অধীনে থাকা সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে নভেম্বর মাসের মধ্যেই তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাজ্যের সেতুগুলি নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী পুলক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে দ্রুত রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা সেতুগুলি পরীক্ষা করা হবে, সমীক্ষা করা হবে। তারপরই সেতুগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্য়ের পূর্ত দফতরের অধীনে ২,১০৯টি সেতু রয়েছে। মন্ত্রী পুলক রায় জানিয়েছেন সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নভেম্বরের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest Videos

এই বৈঠকে উপস্থিত আধিকারিকর জানিয়েছেন, সেতুগুলির পূর্ণাঙ্গ সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই সেগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সেতুগুলি কী পরিস্থিতিতে রয়েছে।, তা সমীক্ষার আগে জানা সম্ভব নয়। আর সেই কারণেই দ্রুত কাজ সারতে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও সেতু যদি ভেঙে নতুন করে তৈরির কথা বলা হয়ে রিপোর্টে তাহলে তাই করা হবে।

রবিবার গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলের সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্য হয়। সেতু দুর্ঘটনায় মোরবি পুরসভার পাশাপাশি বেসরকারি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এই ঘটনায় ঠিকাদার সংস্থার একাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুরসভার অভিযোগ ঠিকাদার সংস্থা ফিট সার্টিফিকেট হাতে পাওয়ার আগে ও নির্ধারিত সময়ের আগেই দ্রুত সেতু খুলে দিয়েছিল। সেই কারণেই এই দুর্ঘটানা। পাশাপাশি যে সেতু ১২৫ জন মানুষের ভর নিতে পারে সেই সেতুতে ৪৫০-৫০০ জন ছিল বলেও অভিযোগ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মোরবি দুর্ঘটনার মাত্র এক দিন আগেই একটি গাড়ি ওই সেতু দিয়ে গিয়েছিল। সেতুটি মূলত হেঁটে পার হওয়ার জন্যই । যাইহোক এই দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।

তবে এই রাজ্যেও সেতু দুর্ঘটনার অনেক নজির হয়েছে। ২০১৮ সাতে সেপ্টেম্বর মাসে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। তারও আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ভেঙে গিয়েছিল বিবেকানন্দ সেতু। সেই সেতু দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

ভোটের গুজরাটে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত অমিত শাহের মন্ত্রকের, বিজেপি-তৃণমূল তরজা শুরু এই রাজ্যে

ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ চার বছরের শিশুকে, প্রশ্নের মুখে আবারও নারী নিরাপত্তা'

মোরবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দর্ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি

 

 

 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News