Kolkata Metro: এপ্রিলেই ২০টি নতুন আধুনিক রেক জুড়ছে কলকাতা মেট্রোয়, কোন লাইনে চলবে জানেন?
শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এবার জানা গেল দারুণ খবর। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মানচিত্রে যুক্ত হচ্ছে নয়া পালক।
এবার জানা গেল দারুণ খবর। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মানচিত্রে যুক্ত হচ্ছে নয়া পালক।
215
৩৬ রেকের মেট্রো বাহিনীতে খুব শীঘ্রই আরও ২০টি রেক যুক্ত হতে চলেছে।
315
মেট্রোর একটি সূত্র মারফত খবর, আগামী এপ্রিলের মধ্যেই নতুন দুটি রেক কলকাতায় এসে পৌঁছবে।
415
বাকি ১৮টি বছরের একেবারে শেষ দিকে সম্ভবত ডিসেম্বর নাগাদ কলকাতায় আনা হতে পারে।
515
কলকাতা মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে কলকাতা শহর জুড়ে মেট্রোর বিভিন্ন লাইনে চলাচলের জন্য ৮ কামরার রেক আছে মোট ৩৬টি।
615
জানা যাচ্ছে, এর মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন রুটে ৪টি রেক চালানো হয়।
715
অন্যদিকে জোকা থেকে মাঝেরহাট অর্থাৎ পার্পল লাইনের জন্য ব্যবহার করা হয় ৪টি রেক।
815
এখন প্রশ্ন, এর মধ্যে আরও অতিরিক্ত রেক নিয়ে এসে সেগুলি কোন রুটে ব্যবহার করা হবে?
915
বেশ কিছু সূত্র মারফত খবর, কলকাতা মেট্রো সম্ভবত নতুন রেকগুলি অরেঞ্জ, পার্পল ও ইয়েলো লাইনে চালানোর কথা ভাবছে।
1015
সেই সাথে আগামী ৩ বছরের মধ্যে কলকাতায় নির্মীয়মান মেট্রো প্রকল্প গুলির কাজও শেষ করতে চাইছে তারা।
1115
শহর জুড়ে মেট্রোর বিস্তার বর্তমানে ৬০ কিলোমিটার। তবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের যা পরিকল্পনা, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই মেট্রোপথের মোট দৈর্ঘ্য বেড়ে হবে ১২০ কিলোমিটার।
1215
কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব আগামী ৩ বছরের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে নির্মীয়মান মেট্রো প্রকল্প গুলির কাজ শেষ করতে হবে।
1315
আর এই কাজ একবার শেষ হয়ে গেলে মেট্রোর যাত্রাপথও অনেকটাই বাড়বে।
1415
শোনা যাচ্ছে, এপ্রিলের শুরুর দিকে কিংবা মাঝামাঝি সময়ে দুটি মেট্রো রেক কলকাতায় এসে পৌঁছতে পারে। বাকি ১৮টি সম্ভবত চলতি বছরের শেষের দিকে এসে পৌঁছবে।
1515
কলকাতা মেট্রোর একটি সূত্র জানিয়েছে, চলতি বছর ২০টি রেক নিয়ে আসার পর আরও ৩৭টি রেক কলকাতায় আসার কথা রয়েছে।