২০১০ সালের পর তৈরি ওবিসি সার্টিফিকেট বাতিল, আদালতের রায়ের তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার কলকাতা হাই কোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।

Parna Sengupta | Published : May 22, 2024 11:51 AM IST

প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট আদালতের নির্দেশে বাতিল হতে চলেছে। যদিও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে। বুধবার ওবিসি সংরক্ষণ মামলায় হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য। ১৪ বছর পর মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় ২০১২ সালের ওবিসি সংরক্ষণ তালিকা বেআইনি বলে জানিয়ে দিল উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৯৯৩ সালের ওবিসি সংরক্ষণ আইন অনুসারে রাজ্যকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই নতুন তালিকা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।

বুধবার কলকাতা হাই কোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই।

কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাই কোর্ট বলছে, ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথ ভাবে আইন মেনে বানানো হয়নি। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাঁদের বেঞ্চ বলে, ''এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাঁদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তী কালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন।''

এই রায়ের প্রেক্ষিপ্তে খড়দহের নির্বাচনী জনসভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানালেন, 'আদালতের রায় মানি না। ওবিসি 'সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে। যে রায় আদালত দিয়েছে সেই রায় আমরা মানি না। এটা বিজেপির রায়। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে।'

প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে মমতা আরও বলেন, সংখ্যালঘুরা কখনও তফসিলি, আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারে না। যেই রায় দিয়ে থাকুন, এটা বিজেপি-র রায়। ওবিসি সংরক্ষণ বাস্তবায়নের আগে সমীক্ষা করা হয়েছিল। এর আগেও মামলা করা হলেও কোনো ফল হয়নি। এই রায় আমরা মানব না। OBC সংরক্ষণ চলছে চলবে। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Sheikh Hasina : PM Modi-এর পাশে দাঁড়িয়ে যা যা বললেন শেখ হাসিনা! দেখুন ভিডিও
Nandigram : নন্দীগ্রামে সীতানন্দ কলেজের ঘটনা! ABVP ও TMCP-এর মধ্যে...দেখুন
Shahjahan Sheikh News | জামিনের আবেদন খারিজ, ফের ১৪ দিনের জেল হেপাজত শেখ শাহাজাহানের
PM Modi on Cricket T20 World Cup : বাংলাদেশ ক্রিকেট টিমকে কি বলেই হেসে ফেললেন মোদীজি! দেখুন
Nadia Gold Recovery | বড়সড় সাফল্য বিএসএফের, নদীয়ার সীমান্ত থেকে উদ্ধার আড়াই কোটি টাকার সোনার বিস্কুট