'৩ মাসের মধ্যে চোরেদের সরকারকে বিদায় দেব' তৃণমূলকে 'ডেডলাইন' দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। ‘শুভেন্দু বিজেপিতে যোগ দিয়ে বলেছিলেন বিজেপির সরকার আসছে।’
'৩ মাসের মধ্যে চোরেদের সরকারকে বিদায় দেব' তৃণমূলকে 'ডেডলাইন' দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। 'শুভেন্দু বিজেপিতে যোগ দিয়ে বলেছিলেন বিজেপির সরকার আসছে। এই ভুয়ো-জাল জ্যোতিষীর গণনা মেলে না। বিজেপি লোকসভায় ৩ থেকে ৪ টি আসন পাবে। শুভেন্দু নিজের জেলায় হারবে। আমরা ৪২-এ ৪২-এর চ্যালেঞ্জ দিচ্ছি। মানসিক অবসাদে ভুগছে শুভেন্দু।' মন্তব্য কুণাল ঘোষের।