আর দুদিনের অপেক্ষা, তারপর থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়, কিন্তু গরম কি আদৌও কমবে?

কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ শেষে শান্তির বারিধারায় ভিজতে চলেছে মহানগরী থেকে জেলা।

Parna Sengupta | Published : Jun 13, 2024 12:02 PM
110

বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের ওপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

210

এদিনও কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে সেই সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।

310

তবে একই সঙ্গে তারা জানিয়েছে বর্ষা না ঢুকলেও প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিক নামবে। শনিবার থেকেই টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

410

শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

510

পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন উত্তরবঙ্গের জেলাগুলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

610

শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৩০ কিমি বেগে হাওয়া বইতে পারে।

710

সপ্তাহান্ত অর্থাৎ শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

810

আগামী শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি শুরু হবে। যা মঙ্গলবার অর্থাৎ ১৮ জুন পর্যন্ত নিয়মিত বা অনিয়মিত বিরতিতে চলতে পারে বলে মনে করা হচ্ছে।

910

বজ্রবিদ্যুৎ-সহ ওই বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর। আবহবিদেরা জানাচ্ছেন, এই বৃষ্টি শুরু হলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রার পারদও খানিকটা নামবে। স্বস্তি মিলবে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম থেকে।

1010

উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে, সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১৪ জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেওয়ার পরিস্থিতিতে নেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos