প্রকাশ্য মঞ্চ থেকে নিজের দলের কর্মীদের জুতো পেটা করার নিদান তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। সায়নী জানায় 'যারা নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল করছে তাদের জুতো পেটা করা দরকার'।
প্রকাশ্য মঞ্চ থেকে নিজের দলের কর্মীদের জুতো পেটা করার নিদান তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। সায়নী জানায় 'যারা নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল করছে তাদের জুতো পেটা করা দরকার'। পাশাপাশি শওকত মোল্লাও দুর্নীতিবাজ তৃণমূল কর্মীদের গালে থাপ্পড় মারার কথাও বলেন।