২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত এখনও অনিশ্চিত, ফের স্থগিত হল সুপ্রিম কোর্টের শুনানি

২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য থাকলেও সময়ের অভাবে তা স্থগিত, আন্দোলনকারীরা হতাশ।

ফের পিছিয়ে গেল শুনানি। ঝুলে রইল ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত। বুধবার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, তা বাতিল হয়ে যায়। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানির কথা ছিল। সময়ের অভাবে তা পিছিয়ে গেল। সূত্রের খবর,দেড় মাস এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিন সকাল থেকে ধর্মতলায় অবস্থানে বসেছিলেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। সবার নজর ছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। এদিনের চাককরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, আদালতফের সেই মামলা পিছিয়ে দেয়। এতে ভেঙে পড়ে আন্দোলনকারীরা।

Latest Videos

এক আন্দোলনকারী বলেন, আর কত পরীক্ষা দিতে হবে। এভাবে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়াই ভালো। আর নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীর কথায় সুরাহা চাই। মরে গিয়ে এবার আদালতের কাছে প্রমাণ দেব। তবেই দেশের বিচার ব্যবস্থা কি গুরুত্ব দেবেন? প্রশ্ন করেন সেই আন্দোলনকারী।

জানা গিয়েছে, আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের কথা হাঁটবেন তারা। এই প্রসঙ্গে এক আন্দোলনকারী জানান, আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠক হবে। এরপর আন্দোলন আরও তীব্র হবে। শুধু তাই নয়, সুরাহা হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী।

গত বছর ডিসেম্বর মাসে চাকরি বাতিল সংক্রান্ত শুনানি হয়। এরপর চলতি মাসের প্রথমদিনে এই মামলার শুনানি থাকলেও তা হয়নি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির জন্য ধার্য করা হয় দিন। কিন্তু তাও হব না। আগামী, ২৪ মার্চের পর শুনানি হবে বলে খবর।

গত ২২ এপ্রিল এসএসসি দুর্নীতি মামলায় লকাতা হাই কোর্ট বাতিল করার নির্দেশ দেয়। আর এই রায়ে রাতারাতি চাকরি ঐতিবাসিক রায় ঘোষণা করে। ২০২৬ সালের গোটা প্যানেল ছিল ২৫,৭৫৩ জনের। এই মামলার রায় ঘোষণার কথা ছিল বুধবার। যা ফের পিছিয়ে গেল। এবার শোনা যাচ্ছে মার্চে হবে শুনানি। ২৪ মার্চের পর শুনানি হতে পারে। 

 

Share this article
click me!

Latest Videos

অস্ত্রোপচারের পর কেমন আছে সইফ? | Saif Ali Khan Injured | #shorts | #saifalikhan | #bollywood |
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
সইফ-এর বাড়িতে ফরেন্সিক টিম | Bollywood Actor Attack | Saif Ali Khan | #shorts #saifalikhan
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি