RG Kar-এ চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 'মৃতের পরিবারকে পরামর্শ দেব কোর্টে গিয়ে তাঁরা যেন CBI তদন্তের দাবি করে'।
RG Kar-এ চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 'মৃতের পরিবারকে পরামর্শ দেব কোর্টে গিয়ে তাঁরা যেন CBI তদন্তের দাবি করে'। পাশাপাশি অভিযোগ করলেন 'রাজ্য সরকার প্রমান লোপাটের আপ্রাণ চেষ্টা করছে'। তিনি এই ঘটনায় ছাত্র আন্দোলনের ডাক দেন।