‘তৃণমূলের হাতে আক্রান্ত সিপিএমের অনেক কর্মী ও সমর্থক। একইভাবে তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীও সমর্থক। উপর তলায় সেটিং আর নিচু তলার কর্মীরা আক্রান্ত। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি।’
'তৃণমূলের হাতে আক্রান্ত সিপিএমের অনেক কর্মী ও সমর্থক। একইভাবে তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীও সমর্থক। উপর তলায় সেটিং আর নিচু তলার কর্মীরা আক্রান্ত। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। পরিবারবাদকে টিকিয়ে রাখতেই এই বৈঠক।' বিরোধী দলের বৈঠককে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর।