কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের। দায়িত্বে উপেন বিশ্বাস, পঙ্কজ দত্ত, দয়মন্তী সেন। এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের কুণাল ঘোষ। হাইকোর্টের 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের। দায়িত্বে উপেন বিশ্বাস, পঙ্কজ দত্ত, দয়মন্তী সেন। এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের কুণাল ঘোষ। হাইকোর্টের 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। যাদের নিয়ে সিট গঠন করেছে হাইকোর্ট, কোন মাপদণ্ডে তাদের 'নিয়োগ' প্রশ্ন কুণালের। 'আদালতে আস্থা আছে, সম্মান করি। যারা টিভিতে মুখ দেখায়, তৃণমূলের সমালোচনা করে, তারাই সিটের দায়িত্বে। এটা নিরপেক্ষতা, ঘোড়ার ডিমের নিরপেক্ষতা।' বিস্ফোরক কুণাল ঘোষ।