Weather Update: রোদ উঠুক না উঠুক... আজ সারা দিন ছাতা অবশ্যই সঙ্গে রাখুন

Published : Sep 14, 2023, 11:03 AM IST
weather

সংক্ষিপ্ত

কথায় আছে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সকাল দেখিয়ে দিয়েছে বাকি দিনটা কেমন কাটবে। আলিপুর আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী মেনে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন দুই পরগনা, হাওড়া, হুগলিতে।

কথায় আছে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সকাল দেখিয়ে দিয়েছে বাকি দিনটা কেমন কাটবে। আলিপুর আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী মেনে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন দুই পরগনা, হাওড়া, হুগলিতে। বৃষ্টি সারা দিনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব থাকলেও গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টির আরও একটি কারণ রয়েছে। আবহবিদদের কথায়, ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগান বেড়েছে। মূলত এই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যুগলবন্দিতেই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে।

কলকাতার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিক্ষিপ্ত এলাকাতেও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।

PREV
click me!

Recommended Stories

চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ
SIR ফর্ম জমার শেষ দিনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করলেন না মমতা! কী হতে পারে?