পশ্চিমবঙ্গ দিবস পালন করল রাজ্য বিজেপি। অপরদিকে রাজভবনেও পালন হল পশ্চিমবঙ্গ দিবস। ‘সর্দার বল্লভভাই প্যাটেল থেকে মা সারদা কাউকেই ক্রেডিট দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ডা: বিধান চন্দ্র রায়ের সৃষ্টিকেও অস্বীকার করেন মমতা।’
পশ্চিমবঙ্গ দিবস পালন করল রাজ্য বিজেপি। অপরদিকে রাজভবনেও পালন হল পশ্চিমবঙ্গ দিবস। 'সর্দার বল্লভভাই প্যাটেল থেকে মা সারদা কাউকেই ক্রেডিট দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ডা: বিধান চন্দ্র রায়ের সৃষ্টিকেও অস্বীকার করেন মমতা। স্বাভাবিকভাবে ২০ জুন দিনটিকেও তিনি অস্বীকার করেন। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বলে মনে করেন। তার হাতে ক্ষমতা থাকলে আলাদা সংবিধানও বানিয়ে ফেলতেন। বামপন্থীরাও বাংলার ভারতভুক্তির পক্ষে সমর্থন করেছিলেন। ইতিহাস বিকৃত বা অপ্রাসঙ্গিক করা যায় না।' ঝাঁঝাল আক্রমণে শুভেন্দু অধিকারী।