বর্তমানে কেমন পরিস্থিতি অনিকেতের? জানালেন আর জি করের CCU ইনচার্জ ও অ্যানাসথেসিয়া বিভাগের প্রধান প্রোফেসর ডাক্তার সোমা মুখোপাধ্যায়।
অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আর জি করের CCU-তে ভর্তি করা হয়। বর্তমানে কেমন পরিস্থিতি অনিকেতের? জানালেন আর জি করের CCU ইনচার্জ ও অ্যানাসথেসিয়া বিভাগের প্রধান প্রোফেসর ডাক্তার সোমা মুখোপাধ্যায়।