কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন শাহরুখ খান। এদিন আগামী ছবি 'পাঠান'-এর সংলাপ ছিল শাহরুখের মুখে। মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন শাহরুখ খান। এদিন আগামী ছবি 'পাঠান'-এর সংলাপ ছিল শাহরুখের মুখে। মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।'