লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফের চালু হচ্ছে, ১ নভেম্বর দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করতে পারবেন

রাজ্যের মহিলাদের জন্য সুখবর। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত  নতুন করে আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।

 মহিলাদের জন্য সুখবর। বিরোধীদের মন্তব্যে জল ঢেলে রাজ্যে আবার  শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার আবার নতুন করে রাজ্যের মহিলারা এই প্রল্পের সুবিধে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এই রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। সেখানেই সাধারণ মানুষের সমস্যা সমাধান করা হবে। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধে পেতে আবেদন করা যাবে। এমনই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার প্রতিবেদনে।

নবান্ন সূত্রের খবর আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ইতিমধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়েছে। সমস্ত জেলা শাসকরা এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের পুর কমিশনাররা। এই কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও জেলা প্রশাসনের কাছ থেকে চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। 

Latest Videos

বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও নতুন করে আবেদন করার প্রক্রিয়া বন্ধ রয়েছে। তৃণমূলের মুখপত্রের প্রতিবেদন অনুযায়ী নভেম্বর থেকে নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হয়। তবে এই টাকার পরিমাণ বাড়তে পারে বলেও শোনা গিয়েছিল। কিন্তু এই দাবির পক্ষে কোবও সরকারি সমর্থন পাওয়া যায়নি। গত বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। যা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। বর্তমানেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের জন্য বরাদ্দ টাকা দেওয়া হয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

এবার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ২৫টি সরকারি প্রকল্পের দরখাস্ত জমা দেওয়া যাবে। যেগুলিতে দরখাস্ত জমা দিতে পারবেন সেগুলি হল- খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষার্থী, তফসিলী বন্ধু, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পাশাপাশি ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্টও খালার আবেদন করতে পারবেন। এছাড়াই একাধিক সমস্যার সমাধান করা হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today