ফস্কা গেরো, কোনওরকম থার্মাল স্ক্রিনিং ছাড়াই ওড়িশা থেকে কাতারে কাতারে লোক ঢুকছে দিঘায়

  • রাজ্য়জুড়ে চলছে লকডাউন
  • দিঘাতেই চলছে লকডাউন
  • কিন্তু সেখানে থার্মাল স্ক্রিনিং ছাড়াই শহরে ঢুকছে লোক
  • ওড়িশা থেকে কাতারে সেখানে ঢুকছে লোক

শহরে চলছে লকডাউনরাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিংতবু ফস্কা গেরো পেরিয়ে ওড়িশা থেকে দিঘায় কাতারে ঢুকছে লোককোনওরকম থার্মাল স্ক্রিনিং ছাড়াই!

এদিন সেখানে গিয়ে দেখা গেল এক অন্য় ছবি দিঘা যেন এক অন্য় দিঘা এখানে যেন সমুদ্রও এখন ঢেউ তুলতে ভুলে গিয়েছে সমুদ্রস্নানে নেই কোনও পর্যটকও রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং বাইক দেখলেই প্রশ্ন-- কী দরকার আজ বেরনোর? কিন্তু সমস্য়া অন্য়ত্র ওড়িশা থেকে এদিন  এখানে ক্রমাগত লোক ঢুকতে দেখা গেল পুলিশ কাগজপত্র দেখলো বটে তবে কোনওরকম থার্মাল স্ক্রিনিংয়ের বালাই দেখা গেল না কোথাও

Latest Videos

প্রসঙ্গত, দিঘার সীমান্তবর্তী রাজ্য় হল ওড়িশাএমনিতে সেখানে সীমান্ত দিয়ে সারাবছরই লোকে যাতায়াত করেনযাতায়াত করেন পর্যটকরাওকিন্তু গতকাল বিকেল থেকে এ রাজ্য়ে শুরু হয়েছে লকডাউনতাই প্রশ্ন উঠেছে, ওড়িশা থেকে যদি কোনও ডাক্তারি স্ক্রিনিং ছাড়াই এত লোক ঢুকে পড়ে এ রাজ্য়ে তাহলে করোনা সংক্রমণ ঠেকানো যাবে কেমন করে? আর লকডাউনের উদ্দেশ্য়ই বা সফল হবে কেমন করে?

 এদিন দিঘায় গিয়ে গেল, রাস্তায় রাস্তায় বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে দিঘা থানার পুলিশ বেশ কিছু বাইকআরোহীকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেও দেখা গেল পুলিশকে দিঘা শহর একেবারে খাঁ-খাঁ করছে কোথাও কোনও পর্যটক নেই প্রসঙ্গত, অন্য়ত্র বেড়ানো বন্ধ হয়ে যাওয়াতে অনেকেই দিঘায় গিয়েছিলেন করোনার মরশুমে কিন্তু  দিনকয়েক আগে থেকেই সেই পর্যটকদের শহর খালি করে দিতে বলা হয় দিঘা ছেড়ে তাই চলে আসেন পর্যটকরা যদিও অন্য় রাজ্য় থেকে এভাবে লোক ঢুকতে থাকলে, সমস্ত উদ্য়োগ মাঠে মারা যাবে বলে মনে করছেন অনেকে

 

 

 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি