জলপাইগুড়ি জেলার বানারহাটের সজনাপাড়া এলাকায়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা ছুরিকাহত হলেন ৯ জন । গ্রামবাসীদের তৎপরায় ওই মানসিক ভারসাম্য ব্যক্তিকে বাগে আনা হয় ।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা ছুরিকাহত হলেন ৯ জন | ঘটনাটি জলপাইগুড়ি জেলার বানারহাটের সজনাপাড়া এলাকার | এই ঘটনায় শনিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে | জানা গিয়েছে, তইজুল হক নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছুরি নিয়ে ওই এলাকায় কয়েকজনের উপর চড়াও হয় | বাধা দিতে গেলে একের পর এক মোট নয় জনকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ চালায় | ওই ব্যক্তি কুকুর ও ছাগলের উপরও আক্রমণ চালিয়েছে বলে জানা গিয়েছে | গ্রামবাসীদের তৎপরায় ওই মানসিক ভারসাম্য ব্যক্তিকে বাগে আনা হয় | মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে |