দিনে ছাগল আর রাতে মাছ খেয়ে পালাচ্ছিল! এবার মাছচাষীদের জালে ধরা পড়লো পূর্ণবয়স্ক কুমির! বসিরহাট মহকুমার মিনাখাঁর ব্লকের ভাঙ্গাপাড়ার ঘটনা। মিনাখাঁর বিদ্যাধরী নদীতে কুমিরটিকে আগেও দেখা গিয়েছিল।
দিনে ছাগল আর রাতে মাছ খেয়ে পালাচ্ছিল! এবার মাছচাষীদের জালে ধরা পড়লো পূর্ণবয়স্ক কুমির! বসিরহাট মহকুমার মিনাখাঁর ব্লকের ভাঙ্গাপাড়ার ঘটনা। মিনাখাঁর বিদ্যাধরী নদীতে কুমিরটিকে আগেও দেখা গিয়েছিল। কুমিরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এদিন কুমিরটি মাছের ভেড়িতে ঢুকতেই জাল দিয়ে ধরে ফেলে চাষিরা। কুমিরটিকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন মাছচাষিরা।