রবিবার সাতসকালে ডুয়ার্সের মোগলকাটা চা বাগানে ঢুকে পড়ল বিশাল হাতির দল , প্রায় ৩০-৩৫ টি হাতি টি ছিল ওই দলে । ওই হাতির দল দেখতে উপচে পড়ে মানুষের ভিড় |
রবিবার সাতসকালে ডুয়ার্সের মোগলকাটা চা বাগানে ঢুকে পড়ল বিশাল হাতির দল , প্রায় ৩০-৩৫ টি হাতি টি ছিল ওই দলে । ওই হাতির দল দেখতে উপচে পড়ে মানুষের ভিড় | , এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বনকর্মীদের । মানুষের ভিড়ের ফলে হাতির দলটি কোনদিকে যাবে তাতে দিশাহীন হয়ে পড়ে | বন্য পশুর উপস্থিতি নিয়ে যে মানুষ এখনো সচেতন নয় তা এদিনের ছবিতে স্পষ্ট | হাতিদের জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছে বনকর্মীরা | জঙ্গলে স্বাভাবিক ভাবে না ঢুকলে বিকেলের দিকে জঙ্গলে ফেরত পাঠানো হবে বলে জানানো হয় বনদফতরের পক্ষ থেকে |