আচমকা রান্নাঘরে ঢুকে পড়ল চিতাবাঘের শাবক, চিতাবাঘ দেখে প্রান যায় যায় অবস্থা মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা।
আচমকা রান্নাঘরে ঢুকে পড়ল চিতাবাঘের শাবক | চিতাবাঘ দেখে প্রান যায় যায় অবস্থা মহিলার | ঘরের দরজা বন্ধ করে দিয়ে চিৎকার জুড়ে দিলে মুহুর্তে এলাকার লোকজন ভিড় করেন | শনিবার রাতে বানারহাট ব্লকের ডায়না চা বাগান এলাকার ঘটনা | খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা | চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে | তবে বনকর্মীদের দীর্ঘক্ষনের চেষ্টায় উদ্ধার হয় চিতাবাঘটি |