শনিবার ভোরে জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর হঠাৎই লরির সামনের চাকা ফেটে রাস্তার উপরেই দুমড়েমুচড়ে পরে ময়দা বোঝায় লরি । তিস্তার খাদে পড়তে পড়তে বেঁচে গেল পণ্যবাহী লরিটি ।
লরির সামনের চাকা ফেটে রাস্তার উপরেই দুমড়ে মুচড়ে পরে ময়দা বোঝায় লরি | অল্পের জন্য তিস্তার খাদে পড়তে পড়তে বেঁচে গেল ময়দা বোঝাই লরিটি | ঘটনাটি ঘটেছে শনিবার ভোরবেলা জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর | দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই | গাড়ির চালক জানান পুলিশ সাথে সাথে আসায় কোন মাল লুট হয়নি