আগামী ১৪ই ডিসেম্বর ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলাকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা । জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি
আগামী ১৪ই ডিসেম্বর ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলাকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা । হাজির ছিলেনজেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার,গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খাঁ সহ বিশিষ্টজনেরা | আলোচনা শেষে বইমেলার স্থান পরিদর্শন করলেন বইমেলা কমিটির সদস্যরা | ২০১৮ সালের পর দীর্ঘ পাঁচ বছর পর গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা | এই বইমেলাতে থাকছে প্রায় ৭০টি স্টল | জেলার ইতিহাস,ঐতিহ্য,লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ সেমিনার |