নয়া রূপে লক্ষ্মীর ভাণ্ডার, এই সুবিধা পাবেন পুরুষেরাও, বছর শেষে মিলল বিশাল খবর
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত মহিলারা মেদিনীপুরে একটি ক্লাব গঠন করেছেন। এই ক্লাবের মাধ্যমে তারা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
রাজ্য সরকারের রয়েছে একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তরুণের প্রকল্প, কন্যাশ্রী-সহ আরও কত কী।
এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।
এই প্রকল্পের দৌলতে প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন মহিলারা। আর ১২০০ টাকা করে পান তপসিলি জাতি ও উপজাতির মহিলারা।
এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পাবেন পুরুষেরাও। প্রকাশ্যে এল এক নয়া উদ্যোগের কথা।
সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি ক্লাব তৈরি হয়েছে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অধীন সনকাঙা গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব তৈরি করেছেন সেখানে মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৪০ জন। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একজন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক এই ক্লাবে যোগ দিয়েছেন।
একটি শিব মন্দির তৈরির লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব তৈরি করা হয়। কিন্তু বর্তমানে গ্রামের নানান সমস্যা সমাধান করছেন তারা।
ছেলে ও মেয়ে নির্বিশেষে গ্রামের সকল মানুষ যে কোনও সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়ছেন লক্ষ্মীর ভাণ্ডার ক্লাবের সদস্যরা।
অল্প দিনেই খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব। সমাজিক উন্নয়ন মূলক কাজে যোগ দিয়েছে এই ক্লাবের সদস্যরা।
উন্নয়নের কাজে গতি বৃদ্ধি ও সমাজ সংস্কার করার লক্ষ্যে এগিয়ে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাবের সকল সদস্য।