আগুনে দিলেই প্লাস্টিকের মতো গলে যাচ্ছে রেশনের চাল! চাল পুড়লেও কোন গন্ধ নেই! চাঞ্চল্যকর অভিযোগ রেশন গ্রাহকদের। রেশন দোকানের বিরুদ্ধে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ।
আগুনে দিলেই প্লাস্টিকের মতো গলে যাচ্ছে রেশনের চাল! চাল পুড়লেও কোন গন্ধ নেই! চাঞ্চল্যকর অভিযোগ রেশন গ্রাহকদের। রেশন দোকানের বিরুদ্ধে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ। ঘটনাস্থল বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। রেশন ডিলার মধুসূদন রায় বলেন, 'আমরা শুনেছি গ্রাহকরা অভিযোগ করেছেন। আমরাও মার্কেট থেকে যা চাল পেয়েছি সেই চালই গ্রাহকদের দেওয়া হয়েছে।'