কুলতলীর কৃপাখালীর রেশ কাটতে না কাটতেই এক মাস পর আবারো মহিলাকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়। সূত্রের খবর মূক ও বধির এক বছর চল্লিশের মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন।
কুলতলীর কৃপাখালীর রেশ কাটতে না কাটতেই এক মাস পর আবারো মহিলাকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়। সূত্রের খবর মূক ও বধির এক বছর চল্লিশের মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন। গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেরোন। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে পরিতক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মহিলার মা ও ভাই তাঁকে খুঁজতে বেড়িয়ে হাতেনাতে প্রৌঢ়কে কুকর্ম করতে ধরে ফেলেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।