যাবতীয় জল্পনাকে মিথ্যে করে দার্জিলিং পুরসভা দখল করল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণই করল না অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।
যাবতীয় জল্পনাকে মিথ্যে করে দার্জিলিং পুরসভা দখল করল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণই করল না অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। ফলত অনিত থাপার জয় একরকমভাবে নিশ্চিতই ছিল। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। গড় রক্ষা করতে কতটা সক্রিয় হতে পারে অজয় এডওয়ার্ড, বিমল গুরুং ও বিনয় তামাং জোট সে বিষয় আশঙ্কা প্রকাশ করেছিল অনেকেই। কিন্তু প্রত্যাশিত ভাবেই নিজের দাপট বজায় রাখল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।