আবারও বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ । কালিপুজোর পরের দিন রাতে চুরি যাওয়া সোনা ও রূপার গহনা সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ |
আবারও বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ | সোনা ও রূপার গহনা সহ চার জনকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ | প্রসঙ্গত কালিপুজোর পরের দিন রাতে তিনটি কালি মন্দির থেকে চুরির ঘটনা ঘটে | চুরিকে কেন্দ্র করে তিনটি পৃথক মামলা হয় | ঘটনার তদন্ত শুরু করে জেলা পুলিশ ও সোনামুখী থানার পুলিশ | বিশেষ তদন্তকারি দল অবশেষে চার জনকে গ্রেফতার করে | উদ্ধার করা হয়েছে কালি মায়ের চুরি হয়ে যাওয়া গহনাগুলি |