কারখানার দূষণে ক্ষতিগ্রস্থ গ্রামের বাস্তুতন্ত্র। শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। ক্ষতি হচ্ছে ফসলের, নদীর মাছে লেগেছে মড়ক, বিপাকে মৎস্যজীবী ও চাষীরা। ধোঁয়া ও ছাইয়ে বাড়ছে চোখের সংক্রমণ, রাসায়নিক জলে বাড়ছে চর্মরোগ।
কারখানার দূষণে ক্ষতিগ্রস্থ গ্রামের বাস্তুতন্ত্র। শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। ক্ষতি হচ্ছে ফসলের, নদীর মাছে লেগেছে মড়ক, বিপাকে মৎস্যজীবী ও চাষীরা। ধোঁয়া ও ছাইয়ে বাড়ছে চোখের সংক্রমণ, রাসায়নিক জলে বাড়ছে চর্মরোগ। বসিরহাটের সংগ্রামপুরের একটি কারখানাকে নিয়ে উত্তেজনা। স্থানীয়দের দাবি, ওই কারখানায় রাইস ব্র্যান অয়েল তৈরি হয়। কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া মানুষের শরীরে প্রভাব ফেলছে। ধোঁয়ায় থাকা ছাই উড়ে গাছের উপর পড়ে আস্তরণ তৈরি করছে। নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করছে। এই কারখানা অবিলম্বে বন্ধের দাবী তুলছে গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কতৃপক্ষ।