মাধ্যমিকের খাতা দেখার নিয়মে এবার বদল!এর ফলে পরীক্ষার্থীদের নম্বর কি আরও বাড়বে? জেনে নিন

Published : Jan 27, 2025, 08:13 PM IST
Haryana Board Exam 2025 Revised Datesheet

সংক্ষিপ্ত

সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফল করতে তুমুল টেনশনে রয়েছে পরীক্ষার্থীরা। এই মাঝে পরীক্ষার্থীদের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

বড় ঘোষণা শিক্ষা পর্ষদের ।মাধ্যমিক খাতা দেখার নিয়মের বড়সড় বদল ঘটতে চলেছে। এবছরের মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পূর্ণ করা যায় সেদিকে বিশেষ নজর রাখছে শিক্ষা পর্ষদ। তার জন্যই এ বছর খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের জন্য নয়া নিয়ম চালু করতে চলছে শিক্ষা পর্ষদ। এতেই নাকি উপকৃত হবেন পড়ুয়ারা, এমনটাই জানিয়েছে শিক্ষা পর্ষদ। 

এ পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় থাকে পরীক্ষার্থীদের নম্বর নিয়ে ।পর্ষদের দাবী, যাতে মাধ্যমিকের উত্তরপত্রে নম্বরের ক্ষেত্রে কোথাও কোনও ধোঁয়াশা না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা। সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফল করতে তুমুল টেনশনে রয়েছে পরীক্ষার্থীরা। এই মাঝে পরীক্ষার্থীদের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত পরীক্ষকরা যাতে পরীক্ষার নম্বর আরও নির্ভূলভাবে করতে পারেন সেকারণে আলাদা ব্যবস্থা করা হচ্ছে।

জানা গেছে,এবার থেকে পরীক্ষকদের প্রতিটি উত্তরপত্রের জন্য আলাদা আলাদা কেজিং শিট দেওয়া হবে। উত্তরপত্রের পাশাপাশি কেজিং শিটে নম্বর লিখে দিতে হবে পরীক্ষকদের। তারপর কেজিং শিটগুলি প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। আগের বছর পর্যন্ত পরীক্ষকেরা খাতা দেখার সময় লাল কালি দিয়ে উত্তরের পাশে নম্বর লিখে দিতেন । অনেক সময় দেখা যায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র অনুযায়ী উত্তর না লিখে,আগে পরে করে উত্তর লেখে দেওয়ার ফলে খাতা দেখে নম্বর বসানোর সময় বাড়তি সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা দূর করতেই নতুন নিয়ম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। কিছু ক্ষেত্রে এই নম্বর নিয়েও নানা অভিযোগ তৈরি হয়।পাশাপাশি নম্বর অস্পষ্ট থাকার অভিযোগও থাকে। এসব সমস্যা নিরসনে এবার আলাদা শিটে সবটা তুলতে হবে পরীক্ষকদের। ফলে ফলাফল নিয়ে কোনও অসংগতির প্রশ্ন থাকছে না। এই নিয়মের কথা ঘোষণার হতেই চর্চা শুরু হয়েছে শিক্ষামহলে ।শিক্ষকদের মধ্যেও মতভেদ রয়েছে।শিক্ষকদের একাংশ মনে করছেন এই প্রক্রিয়ায় স্বচ্ছতা তো বাড়বেই এমনকি পরীক্ষকের জটিলতা কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে। আবার আরেক অংশের দাবি এই নিয়মের ফলে বাড়তি চাপ বাড়বে শিক্ষকদের ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

PREV
click me!

Recommended Stories

'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার
Suvendu Adhikari: ‘গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না উনি!’ মমতাকে চরম ধুয়ে দিলেন শুভেন্দু