বুদ্ধদেব ভট্টাচার্য: স্মৃতিতে স্মরণীয়, বিকাশ-দীস্পিতা CPIM নেতাদের মুখে প্রিয় নেতার কথা

প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকের ছায়া সিপিএম-এ। স্মৃতিচারণ করলেন বাম নেতা-নেত্রীরা।

Saborni Mitra | Published : Aug 8, 2024 10:38 AM IST / Updated: Aug 08 2024, 04:09 PM IST

প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম নেতা তথা বামফ্রন্টের শেষ সেনাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শয্যাশায়ী ছিলেন পামঅ্যাভেনিউর ছোট্ট ফ্ল্যাটে। আজ সকালে তাঁর মৃত্য হয়। আমৃত্যু বামপন্থায় বিশ্বাসী ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিএম-এর নেতা ও নেত্রীরা।

বিকাশরঞ্জন ভট্টাচার্যঃ 

Latest Videos

স্বাধীনতার পরবর্তী যে কজন রাজনীতিবিদকে দেশের মানুষ মনে রাখবেন তাদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম। মার্ক্সবাদী দর্শনে দীক্ষিত। জীবনেও সেই দর্শনের প্রতিফলন ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যকে যেখানে নিয়ে যেতে চেয়েছিল তা ছিল অন্যতম। কিন্তু বিভিন্ন চক্রান্তে তিনি ব্যর্থ হয়েছে। সেই সময় রাজ্যে শিল্পের জোয়ার এসেছিলেন। সেই সময় যদি সিঙ্গুর আর নয়াচরে কারখানা হলে ভারতে সেরা হত পশ্চিমবঙ্গে।

লেকগার্ডেন্সে রেলট্র্যাকের ওপর বহু মানুষ বসবাস করতেন। রেল তাদের ৪৮ ঘণ্টার মধ্যে তুলে দিতে নির্দেশ দেয়। সেই সময় রেলের ওপর বসবাসকারীদের নিয়ে আন্দোলন করছিলেন সৌগত রায়। হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্য বিকাশরঞ্জনের কথামত দ্রুত নোনাডাঙায় ১০ একর জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন। সেই সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রাক্তন মেয়র ছিলেন।

কলকাতা পুরসভার মেয়র ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই সময়ে পুরসভার কাজে রাজ্যের কোনও মন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। বিকাশরঞ্জনের কথা শুনেই দ্রুত ব্যবস্থা নেন। বিকাশরঞ্জন বলেন, কাজে স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের।

প্রতীকুর রহমানঃ

সিপিএম-এর অপুরণীয় ক্ষতি হয়ে গেল। একটি বড় গাছ হারিয়েছি আমরা। অভিভাবকহীন হয়ে পড়ল। ছাত্র আন্দোলনের কর্মী হিসেবেই তাঁর সঙ্গে আলাপ। রাজ্যের ছেলেমেয়েদের যাতে বাইরে কাজের সন্ধানে যেতে না হয় তার জন্যই রাজ্যে শিল্পিয়ানের চেষ্টা করেছিলেন। বুদ্ধবাবুর স্বপ্নই বাস্তবায়ন করার কাজকেই এগিয়ে নিয়ে যেতে হবে।

দীস্পিতা ধরঃ

রাজ্যের মানুষ যাতে পরিযায়ী না হয় তার জন্যই প্রথম থেকেই চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব সাধারণ মানুষের সঙ্গে তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশতেন , যেভাবে জীবন কাটাতেন তা থেকেই শিক্ষা নেওয়া জরুরি।

শ্রীলেখা মিত্রঃ

যারা সেই সময় পরিবর্তন চেয়েছিলেন তারা আজ কী বলবেন সেটাই দেখার। যারা পরিবর্তন চেয়েছিলেন যারা সেই সময়ে তাদের সমালোচনা করেছিলেন তারা কী বলবেন। তিনি আরও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কাজকে সেই সময় মেনে না নেওয়াটাই ভুল।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar