দাউ দাউ করে জ্বলছে ১৪ হাতের কালী মূর্তি। পুড়ে ভস্মীভূত ১৪ হাতের কালী মূর্তি! দক্ষিণ দিনাজপুর জেলার হিলি-র ঘটনা। কালী পুজো চলাকালীন প্রতিমা পুড়ে যাওয়ায় অশনি সংকেত। প্রবল আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
দাউ দাউ করে জ্বলছে ১৪ হাতের কালী মূর্তি। পুড়ে ভস্মীভূত ১৪ হাতের কালী মূর্তি! দক্ষিণ দিনাজপুর জেলার হিলি-র ঘটনা। কালী পুজো চলাকালীন প্রতিমা পুড়ে যাওয়ায় অশনি সংকেত। প্রবল আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। ২৩ নভেম্বর থেকে দক্ষিণ দিনাজপুরের হিলির পশ্চিম আপতৈরে শুরু হয়েছে ১৪ হাত কালী প্রতিমার পুজো। এই পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। সাত দিন ধরে চলে পুজো ও মেলা।